ঢাকা,সোমবার, ১১ নভেম্বর ২০২৪

১৯দিন ব্যাপী চুনতির সীরত মাহফিল ১৯ নভেম্বর

লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলার চুনতিতে আশেকে রসুল(স:) অলিকুল শিরোমণি হযরত মাওলানা হাফেজ আহমদ (ম.জি.আ.) কর্তৃক প্রবর্তিত ৪৮তম ১৯দিন ব্যাপী মাহফিলে সীরাতুন্নবী (স:) মাহফিল আগামী সোমবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাহফিল পরিচালনা কমিটি শুক্রবার সকালে শাহ মঞ্জিলে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাহফিল পরিচালনা কমিটির অন্যতম সদস্য মাওলানা নুরুল কবিরের সভাপতিত্বে ও জাহেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মো: ইসমাঈল মানিক, সহ-সভাপতি কাজী মাওলানা মো: নাছির উদ্দিন, মাওলানা আব্দুল কাদের, সাংবাদিক মো: জামাল উদ্দন, সাংবাদিক নুরল ইসলাম, মাহফিলের সদস্য আব্দুল মালেক ইবনে দিনার নাজাত ও শাহজাদা তৈয়বুল হক বেদার প্রমূখ।
শাহজাদা আব্দুল মালেক ইবনে দিনার নাজাত বলেন, গতবারে ২ কোটি টাকার বাজেট ছিল। এই বছরে ২ কোটি ৫০ লক্ষ টাকা। মাহফিলে ১৭টি ইউনিটে ৫ হাজার স্বেচ্চাসেবক কাজ করবে। এ ছাড়া প্রতিদিন ১৫ হাজার লোকের আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, মাহফিলে নিরাপত্ত্বার স্বার্থে সিসি ক্যামেরা, স্বেচ্চাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে ১৯ দিন পর্যন্ত। ইতি মধ্যে মাহফিলের সম্পূর্ণ প্রস্ততিও সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিক সম্মলনে লোহাগাড়ায় কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: